অপেক্ষার অবসান ঘটিয়ে, ইসরোর ইওএস-১ উপগ্রহ পারি দিলো মহাকাশে। মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরাে)-র নতুন মহাকাশযান ‘অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০১। এছাড়াও আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে।শনিবার বিকেল ৩.১২ মিনিট নাগাদ (পূর্ববর্তী নির্ধারিত সময় ছিল ৩.০২ মিনিট) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পােলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল্’ (পিএসএলভি)-সি৪৯-এর পিঠে […]
