কোচবিহার ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ও হু এক্সপার্টের মিটিংয়ে তুফানগঞ্জ মানসিক হাসপাতালকে সারি হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হল আজ ।কোচবিহারে একদিনে ৩২ জন করোনা আক্রান্ত ঘোষণা করার পরই এদিন দুপুর নাগাদ শুরু হয় জেলা প্রশাসনের তৎপরতায় ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ও হু এক্সপার্টের মিটিং। তাতে সিদ্ধান্ত হয় কোচবিহার মিশন হাসপাতালকে লেভেল ৩ ও লেভেল ৪ করোনা হাসপাতালে […]
