আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্কে দিলীপ ঘোষের উপস্থিতিতে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বেশ কিছু তৃণমূল কংগ্রেস,কংগ্রেস ও সিপিএম এর কর্মীরা বিজেপিতে যোগদান করেন।
এদের মধ্যে উল্লেখযোগ্য নাম গত বিধানসভায় ফাঁসীদেওয়া খরিবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কারলুস লাকড়া।স্বভাবতই শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কারলুসের মত হেভিওয়েট নেতার বিজেপি যোগ নিয়ে।

এছাড়াও আজ বিজেপিতে যোগদান করেন মাটিগাড়ার প্রাক্তন প্রধান প্রিয়াঙ্কা বিশ্বাস,ঘোষপুকুরের প্রাক্তন অঞ্চল সভাপতি নিরঞ্জন বিশ্বাস,শিক্ষক নেতা রাজেন সরকার ও অন্যান্যরা।
এনজেপি এলাকা থেকে বেশ কিছু শ্রমিক নেতা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।