Categories
শিলিগুড়ি

ভোর নাগাদ ফুলবাড়ি ক্যানাল রাস্তায় 3টি গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

আজ সকাল নাগাদ ফুলবাড়ি ক্যানাল রাস্তায় রাজগঞ্জে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে,এই ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছে, একজনের অবস্থা সঙ্কটজনক।

পুলিশসূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির দিক থেকে আসা একটি ছোট ৪ চাকার মালবাহী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ছোট মালবাহী গাড়ির পিছনে থাকা আরও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ফলে গুরুত্বর জখম হন পাঁচ জন।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন,স্থানীয়রা এবং পুলিশ মিলিত ভাবে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছেন।পুলিশ পূর্ণ তদন্ত করছে দুর্ঘটনাটি