Categories
দেশ বিনোদন

#BREAKING ■প্রয়াত প্রখ্যাত গায়ক এস.পি.বালাসুব্রামানিয়াম■

নিউজডেস্ক খবর আরোহন:প্রয়াত প্রখ্যাত গায়ক এস.পি.বালাসুব্রামানিয়াম।
মৃত্যুকালে বয়স হয়েছিল 74 বছর।কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন,প্রথমে তার শারীরিক পরিস্থিতি ঠিকঠাকই ছিল।হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।পরবর্তীতে কোভিড নেগেটিভ আসলেও শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।আজ দুপুরে চেন্নাইয়ের সেই হাসপাতালেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।