দার্জিলিং:আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে AICC-এর সদস্য সুজয় ঘটকের নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনার টাকা পাওয়ার দাবিতে, দার্জিলিং জেলাশাসকের কার্য্যালয়ে স্মারকলিপি প্রদান।
প্রসঙ্গত,করোনা আবহে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে বাধ্য হয়েছেন,বর্তমানে তারা কর্মহীন।তাদের জন্য প্রধামন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 50 হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে,প্রত্যেক পরিযায়ী শ্রমিককে এককালীন 25000 টাকার অনুদান দেবার জন্য।
অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা কেন্দ্র সরকারের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত,এই অভিযোগে কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন।