Categories
দেশ

বাইকে সওয়ার দেশের প্রধান বিচারপতি:ভাইরাল

বাইকে সওয়ার প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ ববদে হার্লে ডেভিডসন সুপারবাইকে সওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গত 24 ঘন্টায়। 64 বছর বয়সী প্রধান বিচারপতি বাইকের বিশেষ অনুরাগী বলে জানা গেছে এবং অতীতে তার একটি রয়াল এনফিল্ড বুলেট ছিল বলে জানিয়েছেন।

রবিবার টুইটারে ভাইরাল হওয়া ছবিগুলিতে তাকে হার্লে ডেভিডসন CVO 2020-তে দেখা যায়। ছবিটি প্রধান বিচারপতির নিজ শহর নাগপুরে তোলা হয়েছিল, যেখানে তিনি বর্তমানে রয়েছেন।

নভেম্বর 2019 সালে, যখন তিনি দেশের শীর্ষ বিচারপতি হিসাবে দায়িত্ব নেন, বিচারপতি ববদে একাধিক সাক্ষাত্কারে বাইকের প্রতি তার আবেগ স্বীকার করেছিলেন। একবার বাইক চালানোর সময় তাঁর দুর্ঘটনা ঘটেছিল, যা তাকে কয়েক দিন আদালত থেকে দূরে রাখে।