Categories
রাজ্য

আগামী দুই দিনের জন্য বন্ধ থাকছে শিলিগুড়ি পুরনিগম।

করোনায় আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা প্রশাসক অশোক ভট্টাচার্য।সেই উদ্দেশ্যে আগামী ২দিন জীবাণু মুক্ত করণের কাজ চলবে শিলিগুড়ি পুরনিগমে।সাংবাদিক বৈঠকে বললেন পুর কমিশনার।এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশিত হবে। তবে আজ থেকে জুন মাস পুরোই শহরের সমস্ত ফুচকা দোকান বন্ধ রাখার কথা জানা গিয়েছে।প্রসঙ্গত 28 নং ওয়ার্ডের এক ফুচকা বিক্রেতার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যায়।