Categories
দেশ

চিনা সেনার হামলায় শহিদ, কর্নেল সহ ৩ ভারতীয় সেনা -তবে কী যুদ্ধের দমামা বেজে গেলো??

লাদাখে মুখোমুখি ভারত-চিন সেনাবাহিনী। ব্যাপক টেনশন শুরু। শান্তি আলোচনার অলিন্দে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে। এবার চিন ভারত সংঘাতের জেরে শহিদ হলেন এক কর্নেল ও ২ জন সৈনিক।৯৬৭ সালের পর এই প্রথম ভারত এবং চিন সীমান্তে চলল গোলাগুলি। জানা যাচ্ছে, লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনী মুখোমুখি হয়। চিনের সেনাবাহিনীর তরফে ব্যাপক গোলাগুলি শুরু হয় বলে অভিযোগ। চিনের দিক থেকে ছোঁড়া গুলিতে ভারতীয় সেনার এক অফিসার শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু এক কর্নেলই নয়, ভারতীয় সেনার দুই জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে