Categories
দেশ

আবার ভূমিকম্পে কাঁপলো ভারতের এই অঞ্চল, একসাপ্তাহে তিন বার

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের ভূস্বর্গ। এই নিয়ে তিন তিনবার। তবে এবারেরটা আর‌ও বেশি জোরালো। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, এই ভূকম্পনটির উৎসস্থল ছিলো তাজাকিস্থান।

১৪ জুন এবং ১৫ জুন রাতে জম্মু ও কাশ্মীরে ভূমিকল্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ১৫ জুনের ভূমিকম্পের পরিমাপ ঠিল ৩.৬। ১৪ জুন জম্মু ও কাশ্মীরের কাটরায় ২.৯ মাত্রার ভূমিকম্প হয়।গত তিন দিনে এটি এলাকায় তৃতীয় ভূমিকম্প। আজ মঙ্গলবার সকাল নটা নাগাদ কাশ্মীরে এই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে এই কম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.৮।এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু কিংবা ক্ষতক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

পরপর ভূমিকম্পের আগমনে যথেষ্ট আতঙ্কিত ভূস্বর্গ বাসী।