এবার বর্ন বিদ্বেষী বিতর্কে জড়াল এরাজ্যের এক স্কুল। বর্ধমান মিউনিসিপ্যাল গালর্স স্কুল,তাদের প্রাক-প্রাথমিকের ইংরেজি পাঠ্যবইয়ে U অক্ষরের পরিচিতির জন্য লেখা রয়েছে – UGLY. তার সঙ্গে দেওয়া রয়েছে একজন কৃষ্ণাঙ্গ মানুষের মুখের ছবি । পাশে বাংলায় লেখা ‘কুৎসিত’।
শিশুদের পাঠ্যবইয়ে কেন এরকম ‘কুৎসিত’ ও ‘বর্ণবিদ্বেষী’ মানসিকতার প্রকাশ!! বিতর্ক শুরু হয়েছে বর্ধমানে। ওই স্কুলের প্রাক-প্রাথমিক বিভাগ থেকে অবিলম্বে ওই পাঠ্যবইটি বাতিলের দাবি তুলেছেন অভিভাবকরা। শিশুদের এই ধরনের পাঠদান সঠিক শিক্ষার অঙ্গ নয় বলে মনে করছেন তাঁরা,উপরন্তু এই ধরনের বিষয় পাঠ্যবইয়ে থাকলে তা বর্ন বিদ্বেষ কে উৎসাহ দেওয়ার নামান্তর বলে মনে করছেন অনেকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদে সরব অনেকে।
সূত্রের খবর,শিক্ষা দপ্তরের পক্ষে খুব তাড়াতাড়িই কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিলেন,তা খুঁজে বের করা হবে বলে জানা গেছে।