Categories
দেশ

করোনা আক্রান্ত হয়ে মৃত বিধায়ক

করোনা আক্রান্ত হয়ে মৃত বিধায়ক

করোনার হাত থেকে রেহাই নেই কারুরই,এবার মৃত্যু হল তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে. আনবাজাগানের।গত 2জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন।ক্রমে সমস্যা আরো সঙ্কটজনক হয়,এবং বুধবার তার মৃত্যু হয়।
শ্বাসকষ্টের কারণে তাঁর অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছিল। পাশাপাশি হৃদরোগ জনিত সমস্যা এবং কিডনিতেও ক্রনিক সমস্যা ছিল। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তামিলনাড়ু রাজ্যে এই প্রথম করোনার সংক্রমণের পর কোনও রাজনৈতিক ব্যাক্তিত্বর মৃত্যু হল। অনেকেই অভিযোগ করেছেন লকডাউন চলাকালীন এমকে স্টালিনের ইভেন্টে অংশ নেওয়ার জেরেই বহু মানুষ করোনা সংক্রমিত হয়েছেন