কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতের মৃত্যুর বিরুদ্ধে
কেন সরব হচ্ছেন না কোনও সেলেব্রিটি ? কেন
মুখ খুলছেন না কেউ বলে আওয়াজ তুললেন কঙ্গনা রানাউত। সেলেবরা তো বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় পোস্টার, ব্যানার নিয়ে বেরিয়ে পড়েন। তাহলে এখন কেন চুপ করে রয়েছেন!! প্রশ্ন তোলেন কঙ্গনা।
কঙ্গনা আরও বলেন যে, একজন ভারতবাসী হিসেবে এই ঘটনায় লজ্জিত তিনি। কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতের মৃত্যুর জন্য যারা দায়ি, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করেন কঙ্গনা ।
সম্প্রতি অনন্তনাগের লুকবাওয়ানের লরকিপোরায় জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় গ্রামপ্রধান বছর ৪০-এর অজয় পণ্ডিত। অজয় পণ্ডিতের মৃত্যুর পরও উপত্যকা ছেড়ে যাননি তাঁর পরিবার। জঙ্গিদের ভয়ে তাঁরা উপত্যকা ছেড়ে কোথাও যাবেনও না বলে তার পরিজনরা।
অজয় পণ্ডিতের মৃত্যুতে শোক প্রকাশ করেন অনুপম খের, অশোক পণ্ডিত এবং কঙ্গনা রানাউতরা।
বলিউডের অন্য কেউ কেন অজয় পণ্ডিতের মৃত্যু নিয়ে মুখ খুললেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা।