Categories
দুনিয়া বিনোদন

নোবেলের নতুন ভিডিওতে লাইকের চেয়ে 10 গুন বেশি ডিস লাইক

বাঙলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল,যিনি নিজেকে নোবেলম্যান বলেন।পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।তার পর থেকেই নিজেকে কেউকেটা ভাবতে থাকেন রীতিমতো। তার অহংবোধ এতটাই বেড়ে যায় যে নিজের দেশের সিনিয়র গায়ক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাউকেই অশালীন মন্তব্য করতে ছাড়েননি।

তার ফল তিনি পেলেন হাতে নাতে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার নতুন মিউজিক ভিডিও তামাশায় লাইক 27k ,সেখানে ডিসলাইক 2.2 lakh।