Categories
রাজ্য

করোনাকে হারিয়ে দিলো ক্যান্সার আক্রান্ত শিশু

ক্যান্সারে আক্রান্ত আট বছরের শিশু করোনাকে হারিয়ে দিল । রবিবার ক্যান্সার আক্রান্ত শিশুটি শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরল ।

শিশুটির বাড়ি মালদা শহরে, ওই শিশুটিকে শরীরে প্রচণ্ড জ্বর অবস্থাতেই মালদহ থেকে ওকে আনা হয়েছিল শিলিগুড়িতে চিকিৎসার জন্য। কয়েকদিনের টানা চিকিৎসাতেও জ্বর না নামায় চিন্তায় পড়ে গিয়েছিলেন শিলিগুড়ির কোভিড হাসপাতালের চিকিৎসকরা। তড়িঘড়ি মেডিক্যাল টিম তৈরি করে জেলা স্বাস্থ্য দফতর। ওই টিমের অধীনেই শুরু হয় চিকিৎসা। দু’‌দিনের মাথায় জ্বর নামে তার। স্বস্তি পান চিকিৎসকরা। এরপরেই আট বছরের এই ছোট্ট মেয়ের সহায়ক চিকিৎসা শুরু করেন তাঁরা।আজ শিশুটিকে ছুটি দেওয়া হয়.