Categories
খেলাধুলা বিনোদন

শামির সঙ্গে টপলেস ছবি পোস্ট হাসিন জাহানের,জোর চর্চা নেটদুনিয়ায়

তাদের সম্পর্কের অবনতির আবহে,প্রায় খাদের কিনারে চলে গিয়েছিল মহম্মদ শামির ক্রিকেট কেরিয়ার।অনেক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে নিজের কেরিয়ারে থিতু শামি।

এই সময়ে গঙ্গা যমুনা দিয়ে বয়ে গেছে প্রচুর জল,দুজনেই জীবনটা লড়ছেন নিজের মত করে সম্পুর্ন আলাদা ভাবে।ঠিক এমন সময়ই শোরগোল পরে যায় হাসিনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে।দেখা যায় টপলেস অবস্থায় হাসিন এবং শামি।

তাহলে কি সম্পর্কের বরফ গলল??

ভুল ভাঙে পুরো পোস্ট পড়ে, সেখানে হাসিন যা লিখেছেন তার আক্ষরিক অর্থ-“যখন তুমি কিছু ছিলেনা তখন আমি পবিত্র ছিলাম,এখন যখন তুমি সফল হয়েছ ,আমি অপবিত্র হয়ে গেছি”।

আপাত দৃষ্টিতে যতই মনে হোক না কেন,সব ঠান্ডা হয়ে গেছে।হাসিন আছেন হাসিনেই,এখনো তিনি সোচ্চার শামির শাস্তির দাবিতে।