Categories
শিলিগুড়ি

করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন সূর্যসেন কলোনির গৃহবধূ

একরত্তি শিশুপুত্রকে জন্মের পর পরই মায়ের হাতে তুলে দিয়ে স্বামীর সঙ্গে চেন্নাই যেতে হয়েছিল কিডনি রোগে আক্রান্ত শিলিগুড়ির সূর্যসেন কলোনির গৃহবধূকে। এরইমধ্যে লকডাউন শুরু হয়ে যাওয়ায় চেন্নাইয়ে তার ডায়ালিসিস যেমন বন্ধ হয়ে যায়, তেমনই ফিরতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন তারা।

অবশেষে ফিরেও দেখা হয়নি ছেলের সঙ্গে, করোনা টেস্ট পজিটিভ আসায় গৃহবধূকে ভর্তি হতে হয় মাটিগাড়ার কোভিড হাসপাতালে। তবে খুশির খবর মিলল আজ। করোনাকে হারিয়ে বাড়িতে ফিরে এলেন গৃহবধূ।

ছেলের সঙ্গে মিলিত হয়ে মায়ের যে আনন্দ তা তার চোখেমুখে উপচে পড়ছিল আজ। তবে এখনও তার কিডনির অসুখে ডায়ালিসিস করাতে হচ্ছে। তিনি জানান, তার কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন আছে, সেজন্য তিনি নাগরিক সমাজের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।