Categories
দেশ

আমফানের পর নিসর্গ, মহারাষ্ট্রে সতর্ক প্রশাসন

ওড়িশা, বঙ্গ তছনছ করেছে আমফান কদিন আগেই। তার ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার মহারাষ্ট্রের চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। মঙ্গলবার আবহাওয়া দপ্তর থেকে একটি টুইটে জানানো হয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুন বিকেলে ঝড়টি মহারাষ্ট্রে উত্তর ও গুজরাটে দক্ষিণ উপকূল অতিক্রম করবে।

এর তীব্রতা ভয়াবহ হবে আঁচ করে মুম্বাই ও আশপাশের এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট। অমিত শাহ এই বিষয়ে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে।
এনডিআরএফ ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, তাঁরা শীঘ্রই মহারাষ্ট্র ও গুজরাট উপকূল থেকে বাসিন্দাদের সরাতে শুরু করবেন। স্থানীয় প্রশাসন ঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে।