Categories
শিলিগুড়ি

স্পেন থেকে ৪ মাস পর বাড়ি ফিরলেন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় টেকমি সরকার

স্পেন থেকে ৪ মাস পর বাড়ি ফিরলেন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় টেকমি সরকার।টেকমি ১৪ দিন শিলিগুড়ির সূর্য সেন কলোনির ‘‌বি’‌ ব্লকের বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকবেন। সোমবার সকাল ৭টায় স্পেনের মাদ্রিদ থেকে দিল্লি পৌঁছান টেকমি। দিল্লিতে নামার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ভয়ের কিছু না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরেন টেকমি।