Categories
দেশ রাজ্য

করোনা আবহে এবছর বন্ধ দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা

করোনা আবহে এবছর হচ্ছে না হুগলির মাহেশে রথযাত্রা ৷ তবে নিয়ম মেনে হবে পুজো৷ জানাল মন্দির ট্রাস্ট কমিটি।

মাহেশের রথ দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে পরিচিত ৷ করোনা আবহে এবছর সেই রথযাত্রা সেভাবে পালন করা হবে না৷ হুগলির জেলাশাসক, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে ওই সিদ্ধান্ত নিয়েছে মন্দির ট্রাস্ট কমিটি৷

মন্দির কমিটি সূত্রে খবর, ঠিক হয়েছে, এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার বদলে পুজোর আচার হিসেবে নারায়ণ শীলাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে।

রথের সময় মন্দিরের পিছনে অস্থায়ী মাসির বাড়ি গড়ে সেখানে নিয়ে যাওয়া হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। মূলত জনসমাগম এড়াতেই এই ব্যবস্থা৷