Categories
শিলিগুড়ি

BREAKING NEWS:দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত পাঁচ

দার্জিলিং জেলায় আজ এখন পর্যন্ত করোনা আক্রান্ত 5 জন ।এদের মধ্যে 4 জন পাহাড়ের এবং 1জন সমতলের. শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে করোনা আক্রান্ত ১জন ।জানা গিয়েছে,কিছুদিন আগে খড়িবাড়ির বাসিন্দা এক মহিলার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।ওই মহিলার সংস্পর্শে আসা আরও একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।

অন্যদিকে কার্শিয়াং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিনি শর্মা জানান, ৪ জন এর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।এদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ। আক্রান্তদের মাটিগাড়া কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা যাওয়া হচ্ছে।