Categories
দুনিয়া

নোবেল এর বাবা করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ এর গায়ক নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। মঙ্গলবার (২৫ মে) প্রকাশ হয় গায়ক নোবেলের বিয়ের খবর। এই বিষয়ে জানতে নোবেলের বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। হলে তিনি জানান তার অসুস্থতার খবর।

নোবেল এর বাবা জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করা হলে তার কভিড-১৯ শনাক্ত হয়। বর্তমানে গোপালগঞ্জের বাসায় পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। তিনি বলেন, ‌‌করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর থেকেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। এখন আগের চেয়ে ভালো আছি।