Categories
দেশ

অবশেষে সিকিমেও থাবা বসালো করোনা ভাইরাস।

করোনার থাবা এবার সিকিমে। এই প্রথম সেরাজ্যে করোনা আক্রান্তের হদিস মিলল। শুক্রবার উত্তর-পূর্বের সেরাজ্যে এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে বলে খবর। বিষয়টি ইতিমধ্যেই সিকিম সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সিকিমের বেশকিছু নমুনা এখানে পাঠানো হয়েছিল। সেই নমুনা থেকেই শনিবার একজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।