আজ সকালেই বিশেষ বিমানে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পৌঁছে যান বসিরহাটের প্রশাসনিক বৈঠকে। সেখানেই বলেন ”আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
পশ্চিমবঙ্গকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, রাজ্যকে ১০০০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। বারবার বলেন, ‘বাংলার পাশে আছি।’