গত 24ঘণ্টায় দেশে করোনায় নতুন সংক্রামিত 6088 জন! এ পর্যন্ত এটাই সর্বাধিক বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একদিনে দেশে মোট মৃতের সংখ্যা 148 জন।
সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লক্ষ্য 18 হাজার। মৃত্যু পেরিয়ে গেল সাড়ে তিন হাজার, সংখ্যাটা 3583। সুস্থ হয়ে উঠেছেন 48 হাজার 534 জন। সংক্রমণের শীর্ষে প্রথম থেকেই রয়েছে মহারাষ্ট্র, এবার সে রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল চল্লিশ হাজার(41, 642). পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা 3197, মৃত 259.