করোনায় সন্ত্রস্ত সারা বিশ্ব,লকডাউন অধিকাংশ দেশে।এই মুহূর্তে সময় কাটানোর জন্য মানুষ বেছে নিয়েছেন একাধিক activity ,বাদ যাননি সেলেবরাও।বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কোয়ারান্টিন টাস্ক দেখিয়ে ভক্তদের মনোরঞ্জন করছেন একাধিক তারকা।
এরই মধ্যে অদ্ভুত এক টাস্ক করলেন ,বি টাউন থেকে হলিউডে পাড়ি দেওয়া ভারতীয় সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।যা দেখে নেটিজেনরা এই সময়েও সমালোচনার যথেষ্ট রসদ পেয়ে গেলেন।ভিডিওতে দেখা যাচ্ছে স্নানের পোশাকে উদ্দাম নৃত্যরত প্রিয়াঙ্কা।
বলাই বাহুল্য এরপর বেশ সমালোচনা অপেক্ষা করছে পিগি চপস এর জন্য।