মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নতুন করে মালদা জেলায় মধ্যে 13 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
মালদা জেলার মানিকচক, কালিয়াচক 1, ইংলিশ বাজার, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার নতুন করে পরিযায়ী শ্রমিকদের দেহে এই মারণ ভাইরাসের খোঁজ পাওয়া গেছে।
এই মুহূর্তে মালদায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55, বুধবার রাত পর্যন্ত মোট 929জনের লালা রস পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মালদার 13 জন পরিযায়ী শ্রমিকের রিপোর্ট পজিটিভ আসে। এই 13টি পজিটিভ রিপোর্টের মধ্যে 8জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। বাকি 5 আক্রান্তদের দ্বিতীয় দফার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।