এবারের ঘূর্ণিঝড় যে পশ্চিমবঙ্গে বিশাল রূপ দেখাতে চলেছে তা আবহাওয়াবিদদের কথায় আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেবে আগেই প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছিলেন। এমনকি উপকূলীয় অঞ্চল, কলকাতার কিছু অংশ থেকে ৫ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছিল। তারপরেও যখন দুপুর দুপুর পেরিয়ে বিকেল নাগাদ সর্বশক্তি দিয়ে আমফান ল্যান্ডফল করল তা অনেকেরই কল্পনার বাইরে ছিল।
রাতে নবান্নে দাঁড়িয়ে উদ্বিগ্ন, চিন্তিত মমতা বললেন, ‘সর্বনাশ হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা বিধ্বস্ত।’ তবে আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বহু মানুষকে শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। তাও এখনও অব্দি পাওয়া খবর অনুযায়ী প্রায় ১০-১২ জন মারা গিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, সব ক্ষয়ক্ষতি জানতে দু-তিনদিন সময় লাগবে। আনুমানিক প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।