করোনার বিরুদ্ধে দলমত ও ধর্ম নির্বিশেষে সবাই যখন একসাথে লড়াই করছেন তখনই লড়াই থেমে গেল সৌমেনের।অভিযোগ বেলঘড়িয়ার সৌমেন দাস কামারহাটি পৌরসভার ২৯নং ওয়ার্ড এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয় পৌরমাতা রুপালি সরকার ও তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরে শেষে আজ মৃত্যুর কাছে হার স্বীকার করেন তরুণ সমাজসেবী সৌমেন।জানা যায় মৃত্যুর আগেও কাউন্সিলর এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।আবেদন করেন যেন তাঁর এই বলিদান বৃথা না যায়।সঠিক শাস্তি যেন হয় সেই কাউন্সিলর এর। বিচারের বাণী নিভৃতে কাঁদবে না তো?সঠিক শাস্তি পাবে কি দোষীরা?ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
Categories
থমকে গেল সৌমেনের লড়াই
