সুপার সাইক্লোন আমফান, এ রাজ্যে কেড়ে নিয়েছে তিনটি প্রাণ। দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায় এবং একটি ঘটনা ঘটেছে হাওড়ায়।
উত্তর চব্বিশ পরগনায় মিনাখাঁয় মৃত্যু হয়েছে ৫৬ বছরের এক মহিলার। জানা গিয়েছে, এদিন ঝড় মাথায় নিয়ে ওই মহিলা বাড়ি থেকে বের হন। সেই সময় একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
অন্যদিকে, বসিরহাটে আর এক যুবক গাছ চাপা পড়ে মারা যান বলে জনা গিয়েছে।অন্যদিকে আমফানের দাপটে প্রবল ঝড়-বৃষ্টিতে সময় বাড়ি ভেঙে চাপা পড়ে মারা যায় এক কিশোরী। ১৩ বছরের ওই কিশোরীর লক্ষ্মী কুমারী সাউ। হাওড়ার শালিমার এলাকার রাজকিশোর চৌধুরী লেনে বাড়ি ওই কিশোরীর।