জলপাইগুড়িতে এক যুবতীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গিয়েছে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার বাসিন্দা ওই যুবতী কলকাতার একটি বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রী। গত ১১ ই মে ওই যুবতী কলকাতা থেকে ফেরে। বাড়ি ফেরার পর জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। তাঁকে জলপাইগুড়ির বিশ্ববাংলা স্টেডিয়ামের সারি হাসপাতালে ভর্তি করা হয় এবং গত ১৪ ই মে তাঁর লালার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের হাতে আসে এবং স্বাস্থ্য দপ্তর জানায় যে ওই যুবতীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই যুবতীকে মাটিগাড়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ওই যুবতী কার কার সংস্পর্শে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে!
Categories
জলপাইগুড়িতে মিললো করোনা আক্রান্ত যুবতীর হদিশ
