কলকাতা : দীর্ঘ লড়াই আন্দোলনের পর দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের রায়ে সুদিন ফেরার আশায় ২০০৪-০৫ ব্যাচের সেই সমস্ত পিটিটিআইরা, যারা ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালতে মামলা করেছিলেন।
তবে ২০০৪-০৫ বা ২০০৫-০৬ ব্যাচের বাকীদের কি হবে তা নিয়ে দোলাচলে ছিলেন কয়েক হাজার পিটিটিআই পাশ করা ছেলেমেয়েরা। এবার হয়তো তাঁ
দেরও সুদিন ফিরতে চলেছে। কারন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ আশ্বস্ত করেছেন, এই সমস্ত পিটিটিআইদের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন।আর এই খুশীর খবর শুনিয়েছেন, পিটিটিআইদের দাবী নিয়ে দীর্ঘ আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশানের সভাপতি পিন্টু পাড়ুই। বুধবার সংগঠনের তরফে শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই এই খুশীর খবর শুনিয়েছেন তিনি। তাঁর মতে শিক্ষামন্ত্রী অত্যন্ত মানবিকতার সঙ্গে এদিন পিটিটিআই সমস্যা নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই নয়, HS ও Trained টিচার্সদের বেতন কাঠামো (PRT) স্কেল-এর বিষয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই বিষয়েও শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।