এন আই ও এস এর 506 507 পরীক্ষা বাতিলের বিরুদ্ধে আজ কলকাতার রাজপথ আন্দোলিত হলো। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। শিক্ষামন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল এবং সমস্ত দাবী এন আই ও এস ও কেন্দ্রীয় সরকারকে তিনি জানাবেন বলে জানিয়েছেন, বক্তব্য আন্দোলনকারীদের। এর পরিপ্রেক্ষিতে 506, 507 নিয়ে আশার আলো দেখছেন আন্দোলনকারীরা।রাজপথে মিছিলের সাথে সাথেই আগামীকাল 506 507 পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলাও দায়ের করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।আজ শুনানির জন্য থাকলেও মামলায় নব্বইতম নাম্বারে থাকায় শুনানি হয়নি, আগামীকাল শুনানি হবে আশা করছেন আন্দোলনকারীরা এবং মামলার রায় ৩ফেব্রুয়ারি আগেই পাওয়া যাবে বলে
মত আন্দোলনকারীদের।