৪ জানুয়ারী,কলকাতা: অবশেষে ফিরে এল পরীক্ষা। । তবে সব শ্রেণিতে নয়। কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে।
আজ শিক্ষার অধিকার আইনে পাশ-ফেল সংক্রান্ত সংশোধনী এনে বিলটি পাশ হয় রাজ্যসভায়। সংসদের উভয় কক্ষেই সংশোধনী বিলটি পাশ হওয়ায়, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষার পদ্ধতি ফিরিয়ে আনতে পারার অধিকার ফিরে পেল রাজ্যগুলি। আগামী দিনে পরীক্ষার ফলের উপরে নির্ভর করবে কোনও ছাত্র-ছাত্রীর নতুন শ্রেণিতে ওঠার যোগ্যতা অর্জন করছে কি না। তবে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা হবে কি না তা নিয়ে রাজ্যগুলির মধ্যে ভিন্ন মত রয়েছে। তাই সংশোধিত আইনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলির হাতে ছেড়ে দিয়েছে কেন্দ্র। তবে শুরু থেকেই পশ্চিমবঙ্গ ওই দুই শ্রেণিতে পরীক্ষাব্যবস্থা তথা পাশ-ফেল ফিরিয়ে আনার পক্ষপাতী।
গত বছর জুলাই মাসে ওই সংশোধনী বিলটি পাশ হয় লোকসভায়। কেন ওই সংশোধনী আনা হচ্ছে তার ব্যাখ্যায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘২০০৯ সালে শিক্ষার অধিকার আইনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়। চার বছরের মাথায় দেখা যায় শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে। তাই পুরোনো এই ব্যবস্হা ফিরিয়ে আনলো সরকার।তবে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যগুলির হাতে ছেড়েছে কেন্দ্র।