সরকার গঠনের পর একমাসও হয়নি। এরই মধ্যে দেশের দুই রাজ্যে কংগ্রেসকে ঘোরতর চাপে ফেলে দিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। বছর শেষে ‘বহেনজী’-র হুমকি, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সমর্থন প্রত্যাহার করতে পারেন তিনি। এই দুই রাজ্যে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত বসপা নেত্রীর দল পুনর্বিবেচনা করতে পারে, যদি ‘নিরীহ’ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া কয়েক মাস পুরনো কিছু মামলা প্রত্যাহার না করা হয়। এই মামলাগুলি দায়ের করা হয়েছিল ২০১৮-র ২ এপ্রিল ভারত বন্ধের সময়,তখন রাজ্যগুলোতে সরকারে ছিল বিজেপি।
Categories
দুই রাজ্যে সমর্থন প্রত্যাহারের হুমকি বহেনজির, চাপে কংগ্রেস সরকার
