Categories

ফালাকাটা-ধুপগুড়িতে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা,মৃত্যু হল একই পরিবারের ৫ জনের।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

সোমবার সকালে ধূপগুড়ি ফালাকাটা রাস্তার সোনাতলাহাটের ডুডুয়া ব্রিজের পাশে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সরকারি বাসের সঙ্গে একটি জাইলো গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। এই সংঘর্ষে জাইলো গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয়। সজাইলো গাড়িতে ৬ জন চিকিৎসার উদ্দেশ্যে আলিপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন । সেই সময় উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জাইলো গাড়িটির । সংঘর্ষের পর প্রায় ৩০ মিটার দূরে একটি নয়ানজুলিতে ছিটকে গিয়ে পড়ে জাইলো গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের । জানা গেছে জাইলো গাড়িতে থাকা পাঁচজন মারা গেছেন। তারা হলেন অভিজিৎ সরকার, হাবুল সরকার, ঝুম্পা সরকার, বাসুদেব কর্মকার, গাড়ির চালক প্রসেনজিৎ মহন্ত।
সরকারি বাসটি এতটাই গতিবেগে ছিল যে জাইলো গাড়িটি ছিটকে পড়েছে বলে স্থানীয়রা জানান। জাইলো গাড়িতে থাকা একজন অবশ্য বেঁচে গিয়েছেন।